জেলা প্রতিনিধি
২২ অক্টোবর ২০২২, ০৬:২৪ পিএম
আবারও মিয়ানমার থেকে ছোড়া গুলি বাংলাদেশের অভ্যন্তরে পড়েছে। এরপর থেকে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ড লেমুছড়ি বাহিরমাট এলাকায় মিয়ানমার থেকে ছোড়া একটি গুলি এসে পড়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন দোছড়ি ইউনিয়ন চেয়ারম্যান মো. ইমরান। তিনি জানান, শুক্রবার রাত থেকে ৪৯ ও ৫০ নাম্বার সীমান্ত পিলারের কাছাকাছি মিয়ানমার সীমান্তে প্রচণ্ড গোলাগুলি হয়। সকালবেলা বন্ধ ছিল। শনিবার দুপুর একটার দিকে সীমান্ত এলাকায় ফের গোলাগুলি শুরু হয়। ওই সময় নাইক্ষ্যংছড়ি উপজেলা, দোছড়ি ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড ও ৮ নম্বর ওয়ার্ড লেমুছড়ি বাহিরমাট এলাকায় একটি গুলি এসে পড়ে। এরপর থেকে সীমান্তবাসী আতঙ্কে আছে।
২৭৪ নং দৌছড়ি মৌজার হেডম্যান মনু মারমা জানান, দীর্ঘদিন ধরে মিয়ানমার ও মিয়ানমারের বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষ চলছে। কিছুদিন বন্ধ ছিল। গতরাত থেকে আবারও সংঘর্ষ চলছে। গোলা বোমার আওয়াজ শোনা যাচ্ছে। এলাকাবাসী খুবই আতঙ্কে আছে।
নাইক্ষ্যংছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন সিংহ জানান, তিনি একটি মামলার তদন্তের কাজে ভালুক খাইয়া এলাকায় গেলে সীমান্তের ওপারে প্রচণ্ড গুলি ও বোমার আওয়াজ শুনেছেন।

গত দুই মাসের অধিক সময় ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা দোছড়ি ইউনিয়ন ও ঘুমধুম ইউনিয়ন সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির থেমে থেমে সংঘর্ষ চলছে। মাঝে মধ্যে সীমানা পেরিয়ে ওপারের ছোড়া মর্টারশেল ও গোলাবারুদ বাংলাদেশে পড়ে। সেজন্য সরকারের পক্ষ থেকে কূটনৈতিক প্রক্রিয়ায় দেশটির রাষ্ট্রদূতকে একাধিকবার ডেকে প্রতিবাদও জানানো হয়।
প্রতিনিধি/এমআর