images

সারাদেশ

কুড়িগ্রামে নিয়োগ পরীক্ষা নিয়ে উত্তেজনা

জেলা প্রতিনিধি

০৯ অক্টোবর ২০২২, ০৫:২৭ এএম

images

মাদরাসার নিয়োগ পরীক্ষা নিতে গিয়ে এলাকাবাসীর গণপিটুনির শিকার হয়েছেন মাদরাসার সুপার (সুপারিনটেন্ডেন্ট)। ওই সুপারের নাম গোলাম রব্বানী। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের ফতেখাঁ কারামতিয়া দাখিল মাদরাসার প্রধান। শনিবার (৮ অক্টোবর) দুপুরে মাদরাসা চত্ত্বরে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই মাদরাসার সহকারী সুপার, পরিচ্ছন্ন কর্মী, নিরাপত্তা কর্মী ও আয়া পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয় মাদরাসা কর্তৃপক্ষ। এদিকে এসব পদে নিয়োগ দিতে বিভিন্ন লোকজনের কাছে মোটা অংকের টাকা নেয় মাদরাসা সুপার গোলাম রব্বানী।

শনিবার (৮ অক্টোবর) মাদরাসায় আবেদনকারীদের লিখিত পরীক্ষা নেওয়ার আয়োজন করা হয়। নিয়োগ পরীক্ষা শুরু হওয়ার আগে সুপারের টাকা নেয়ার অভিযোগ যায় ডিজির প্রতিনিধি ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে।

এ সময় চাকরি হবে না জেনে কয়েকজন প্রার্থী সুপারের কাছে টাকা ফেরত চাইলে হট্টোগোল শুরু হয়। এতে উত্তেজনার সৃষ্টি হলে ডিজির প্রতিনিধি নিয়োগ পরীক্ষা স্থগিত করে মাদরাসা ত্যাগ করেন। এরপরই চাকরি প্রত্যাশী ও কমিটির লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ অবস্থায় মাদরাসা সুপার গোলাম রব্বানী দৌড়ে পালানোর চেষ্টা করলে লোকজন আটক করে গণপিটুনি দিয়ে চ্যাংদোলা করে নিয়ে কক্ষে অবরুদ্ধ করেন। তার সঙ্গে সহকারী সুপার মাহফুজার রহমানকেও অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ তাদের উদ্ধার করে।

তবে মাদরাসা সুপার গোলাম রব্বানী টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, টাকা নিয়েছে সহকারী সুপার মাহফুজার ও খোরশেদ আলম। আমার কাছেও তারা ফাঁকা চেকে স্বাক্ষর নিয়েছে। যাতে কিছু বলতে না পারি।

এ প্রসঙ্গে রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, উত্তেজনা সৃষ্টি হলে পরীক্ষা স্থগিত করে চলে আসি। পরে ঘটনা শুনেছি। ডিজির প্রতিনিধি আবুল কালাম আজাদ জানান, সভাপতি উপস্থিত না থাকায় নিয়োগ পরীক্ষা নেয়া হয়নি।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু সরকার রাত পৌনে ৮ টার দিকে বলেন, খবর পেয়ে আমাদের লোকজন যাওয়ার আগে স্থানীয়রা অবরুদ্ধ শিক্ষকদের উদ্ধার করেন। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/আরআর