images

সারাদেশ

পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি

জেলা প্রতিনিধি

০৪ মার্চ ২০২২, ০৩:১৭ পিএম

images

সাপ্তাহিক ছুটিরি দিনে মানিকগঞ্জ পাটুরিয়া ঘাটে বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ বেড়েছে। শুক্রবার (৪ মার্চ) সকাল থেকে ২০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার শুরু করে ঘাট কর্তৃপক্ষ। সকালের দিকে পারাপারের তেমন একটা চাপ না দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।

ফলে ফেরি পারাপারের জন্য আসা বাস ও ট্রাকের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। মহাসড়কের প্রায় ৪ কিলোমিটার রাস্তাজুড়ে বিস্তৃত হয়ে পড়ে। এতে পাটুরিয়া ঘাট এলাকায় আসা বাস, নাইট কোচ ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনের যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে দুর্ভোগ পোহাতে হয়েছে। পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ বৃদ্ধি পেলে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যানবাহন পারাপার করেন ট্রাকচালকদের ১-২ দিন ধরে ফেরি পারাপারের জন্য ঘাট এলাকায় পড়ে থাকতে হয়।

jam

বরিশালের যাত্রী মোঃ সোহেল হোসেন বলেন, ‘আমি ঢাকায় চাকরি করি শুক্র শনি দুইদিন ছুটি তার জন্য বাড়িতে যাচ্ছি। গাবতলী থেকে বাসে চড়ে ঘাট এলাকায় আসছি ৩ ঘন্টা হলো। এখনো ফেরিতে চরতে পারি নাই। সামনে আরও অনেক গাড়ি পারের জন্য অপেক্ষা করছে। জানি না কখন পার হতে পারব।’

ট্রাক চালক আকবর আলী বলেন, ‘রাত থেকে ঘাট এলাকায় ট্রাক নিয়ে পারের অপেক্ষায় রয়েছি। জানি না কবে পার হতে পারব। ঘাট কর্তৃপক্ষ যাত্রীবাহী বাস ও ছোটগাড়ি পাড় করছেন।’

ঘাটের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, ‘২০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে ছুটির দিনগুলোতে যানবহনের চাপ বেশি থাকে। আশা করছি বিকেলের মধ্যেই ঘাট এলাকা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।’

এজে