জেলা প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২২, ০২:৫৮ এএম
কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে শহিদুল ইসলাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময়ে মারা গেছে একটি গরু ও দুটি ছাগল। আরও দুটি ছাগল গুরুতর আহত হয়েছে বজ্রপাতে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর০ বিকেলে উলিপুর পৌরসভার উলিপুর-চিলমারী সড়কের পাশে রামদাস ধনিরাম কানিপাড়া গ্রামে।
শহিদুল কানিপাড়া গ্রামের মৃত মজিবর রহমান ওরফে জহিরুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশের জমিতে ঘাস নিড়ানির কাজ করছিল। এসময় বজ্রপাত শুরু হলে আশপাশের শ্রমিকরা দৌড়ে নিরাপদ স্থানে গেলেও শহিদুল কাজ করতে থাকে। হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে দ্রুত উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
শহিদুলের শ্যালক বাদশা জানান, শহিদুল নিরাপদ স্থানে গেলে হয়তো বেঁচে যেত। তার পাশের জমিতে থাকা একটি গরু ও দুটি ছাগল মারা গেছে একই ঘটনায়।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমীন জানান, আকাশে বজ্রপাত শুরু হলে আশপাশের শ্রমিকরা নিরাপদ স্থানে গেলে শহিদুল কাজ করতেই থাকে। হাসপাতালে নেয়ার আগেই সে মারা যায়।
প্রতিনিধি/এইচই