images

সারাদেশ

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় রোহিঙ্গাসহ আটক ২২

জেলা প্রতিনিধি

২১ সেপ্টেম্বর ২০২২, ০৩:০০ এএম

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে একত্রিত হওয়া ১৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া একই স্থানে পৃথক অপর অভিযানে নারী ও শিশুসহ আরও সাত রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার জামাল হোসেনের বাড়িতে পৃথক অভিযান চালিয়ে ওই ২২ জনকে আটক করে পুলিশ ও বিজিবি।

Arrestটেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান ঢাকা মেইলকে এই তথ্য নিশ্চিত করেছেন। সেই সঙ্গে তিনি বলেন, বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার নাইট্যংপাড়া এলাকার জামাল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। ওই সময় সেখান থেকে ১৫ জন বাংলাদেশি ও সাতজন রোহিঙ্গাসহ মোট ২২ জনকে আটক করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন, তাদের সবাইকে সাগরপথে মালয়েশিয়া পাঠানোর জন্য একত্রিত করা হয়েছিল। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/আইএইচ