images

সারাদেশ

শেরপুরে ট্রিপল মার্ডারের ঘটনায় আহত মনু মিয়া মারা গেছেন

জেলা প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩৭ পিএম

শেরপুরের শ্রীবরদীর চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় আহত মনু মিয়া মারা গেছেন। শনিবার (১৭ সেপ্টম্বর) ভোরে মনু মিয়া মারা যান। ঘটনায় এ পর্যন্ত চার জন মারা গেছেন। গত ২৩ জুন রাত আটটার সময় শ্রীবরদীর কাকিলাকুড়া পুটল গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। 

পুলিশ ও মামলা সূত্রে জানাযায়, শ্রীবরদী উপজেলার গেরামারা গ্রামের মোস্তাফিজির রহমান মিন্টুর স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যায়। পরে গত ২৩ জুন রাত আটটার দিকে মিন্টু বোরকা পড়ে শ্বশুর বাড়ি গিয়ে যাকে সামনে পায় তাকেই এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই মনু মিয়ার মেয়ে মনিরা বেগম (৪০), স্ত্রী শেফালী বেগম (৬০) ও জ্যাঠা শুশুর মাহমুদ হাজী (৬৫) মারা যায়। 

গুরুতর আহত হয় বাচ্চুনী বেগম (৫২), মনু মিয়া (৭৫) ও মনু মিয়ার ছেলে শাহাদাৎ হোসেন (৪০। পরে আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাশেষে নিজ বাড়িতে চিকিৎসা চলছিল। আজ ১৭ সেপ্টেম্বর ভোরে শ্বশুর মনু মিয়ার মৃত্যু হয়। 

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, ট্রিপল মার্ডারের ঘটনার পরপরই পুলিশ মূল আসামি মিন্টু মিয়াকে গ্রেফতার করে। মামলাটি অভিযোগ দাখিলের পর্যায়ে রয়েছে। মিন্টুর মিয়ার শ্বশুর আহত মনু মিয়া মারা গেছে, ময়নাতদন্তসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এজে