images

সারাদেশ

হাতীবান্ধায় কাঁঠালপাতা পাড়তে গিয়ে প্রাণ গেল কিশোরের

জেলা প্রতিনিধি

০৩ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৩ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধায় ছাগলের জন্য কাঁঠাল পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হাসানুর রহমান (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হাসানুর উপজেলার দইখাওয়া মধ্যপাড়া এলাকার ইমান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে একটি কাঁঠাল গাছে উঠে পাতা পাড়ছিল হাসানুর। ওই গাছের পাশেই ছিল ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের তার। সে একটি গাছের ডাল কাটার সময় ডালটি ওই তারের উপর পড়ে। সঙ্গে সঙ্গে সে গাছ থেকে ছিটকে পড়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

শাহিনুর ইসলাম নামে স্থানীয় একজন বলেন, ছাগলকে পাতা খাওয়ানোর জন্য সে কাঁঠাল গাছে উঠে ডাল কাটছিল। বিদ্যুৎপৃষ্টে তার মৃত্যু হয়। 

গোতামারী ইউপি চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গাছ থেকে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পায়। ঘটনাস্থলেই সে মারা যায়।

প্রতিনিধি/এএ