জেলা প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৫ এএম
প্রায় এক যুগ পর ময়মনসিংহের ত্রিশালে পৌর বিএনপির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় কমিটি ঘোষণার পর সংঘর্ষে জড়িয়ে পরে দুই গ্রুপ। এতে আহত হয়েছেন অন্তত ১৫ নেতাকর্মী।
গতকাল শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকালে পৌর বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এর আগে সকাল থেকে সম্মেলনের কাউন্সিল অধিবেশন শুরু হয়।
জানা গেছে, কাউন্সিলদের সমর্থন বা ভোট ছাড়াই, সুপার ফাইভের ব্যক্তিগত রেজুলেশনের ভিত্তিতে আলেক চান দেওয়ানকে সভাপতি ও মোশারফ হোসেন মিলনকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন। এতে অন্যান্য প্রার্থী, কাউন্সিলর ও নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে পদপ্রাপ্ত ও পদবঞ্চিত সমর্থকদের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সম্মেলন মঞ্চের চেয়ার টেবিল ছোঁড়াছুঁড়ি ও ব্যানার ছিঁড়ে ফেলে নেতাকর্মীরা।
এসময় বিএনপির প্রায় ১৫ নেতাকর্মী আহত হন।
পরে পদবঞ্চিত নেতাকর্মী ও কাউন্সিলররা বিক্ষোভ মিছিল শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পকেট কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেন।
পূর্ণাঙ্গ কাউন্সিলর তালিকা প্রকাশ না করা ও গোপন কমিটি গঠনের প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন সভাপতি পদপ্রত্যাশী ও সম্মেলনের কাউন্সিলর আমিনুল ইসলাম আমিন সরকার।
এর আগে, সম্মেলন উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
প্রতিনিধি/এইচই