images

সারাদেশ

শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে শিক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি

২৭ আগস্ট ২০২২, ০৫:৩৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে ইসরাত নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ আগষ্ট) সকালে উপজেলার শাহবাজপুরের উপর চাকপাড়া এলাকার তাজেমুলের পোল্টির খামারে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর পিতার নাম ধুলু মিয়া। 

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের  আহমেদ ঢাকা মেইলকে জানান, পল্টি মুরগীর খামারী তাজেমুল প্রতিদিন রাতে শিয়াল মারার উদ্দেশ্যে  খামারের তার বেড়ায়  বিদ্যুৎ সংযোগ চালু রাখে এবং সকালে তা বিচ্ছিন্ন করে। কিন্তু শনিবার সে সংযোগ বিচ্ছিন্ন করতে ভুলে যায়। সকালে শিশুটি মুরগী কিনতে গিয়ে খামারের বেড়াতে হাত দিলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

ওসি আরও জানান, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায়  লাশ পরিবারের কাছে হস্তান্তর করা  হয়েছে।

এজে