জেলা প্রতিনিধি
২৫ আগস্ট ২০২২, ০৫:২৯ পিএম
নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বিএনপির তাণ্ডব প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন। হুশিয়ারি দেওয়া এমপির ৫৫ সেকেণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপির বক্তব্যের একটি ভিডিও সবার চোখে পড়ে।
৫৫ সেকেণ্ডের ওই ভিডিওতে নোয়াখালীবাসীকে সালাম দিয়ে একরামুল করিম বলেন, প্রিয় নোয়াখালীবাসী অনেক দিন পর সিঙ্গাপুর থেকে আসলাম কালকে। এখন আমি নোয়াখালীর পথে, আমার প্রিয় নেতাকর্মীদের সাথে দেখা হবে। আগামীকাল পার্টি অফিসে (জেলা আওয়ামী লীগ কার্যালয়) যাবো।
বিএনপিকে হুঁশিয়ার করে এমপি বলেন, বিএনপির তান্ডব আর সহ্য করা যাবে না। দেখি ইনশাআল্লাহ, তাদের কিভাবে প্রতিহত করা যায়। তারা নিজেদেরকে খুব স্বাধীন ভাবে। আসলে আমাদের অযোগ্য নেতৃত্বের কারণে এসব হয়েছে। আমি একজন পার্লামেন্ট মেম্বার, আশা করি আমি এটা প্রতিহত করতে পারবো, আমার নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) নিশ্চয় এটা জানবেন।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু—বলে ভিডিও থেকে বিদায় নেন এমপি।
>> আরও পড়ুন : নোয়াখালীতে আ.লীগ-বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া, ৮ পুলিশসহ আহত ১১
উল্লেখ্য, ২০১৪ সালের ২৮ অক্টোবর বিএনপি জামায়াত জোট জেলা শহর মাইজদীতে তান্ডব চালায়। এ সময় সাংসদ একরামুল করিম চৌধুরীর নোয়াখালী জেলা আ.লীগের কার্যালয়ে থাকা অবস্থায় শহরে বিশাল মিছিল করে বিএনপি ও জামায়াত। এক পর্যায়ে পুলিশের সহায়তায় সাংসদ একরামুল করিম চৌধুরী নেতাকর্মীদের নিয়ে অফিস থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই জেলা কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।
সর্বশেষ চলতি বছরের গত মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে বিএনপির একটি মিছিল থেকে আওয়ামী লীগের সমাবেশে ইটপাটকেল নিক্ষেপের পর আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ৮ পুলিশ সদস্যসহ অন্তত ১১ জন আহত হয়। এ ঘটনায় পুলিশ ও আওয়ামী লীগ নেতা বাদী হয়ে পৃথক ৩টি মামলা দায়ের করে। এ পর্যন্ত মামলাগুলোতে মোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
প্রতিনিধি/ এইচই