images

সারাদেশ

মনপুরায় ধরা পড়ল রাজা ইলিশ 

জেলা প্রতিনিধি

২০ আগস্ট ২০২২, ১০:২৮ পিএম

images

ভোলার মনপুরায় মেঘনায় জেলের জালে ধরা পড়েছে তিন কেজি ওজনের রাজা ইলিশ। শনিবার (২০ আগস্ট) ভোর ৬টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরপিয়ালসংলগ্ন মেঘনায় শফিক মাঝির জালে ওই রাজা ইলিশটি ধরা পড়ে। 

শফিক মাঝির বাড়ি বরিশালের হিজলা উপজেলার দুলখলা ইউনিয়নে আলিগঞ্জ গ্রামে।

মাঝি শফিকুল ইসলাম জানান, বিশাল আকৃতির রাজা ইলিশের খুব একটা দেখা মেলে না। তাই এমন ইলিশ শিকার করতে পেরে খুশি তিনি। ইলিশটি ঘাটে আনার পর দেখতেও ভিড় জমিয়েছেন অনেকে। 

পরে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান অলি উল্যাহ কাজরের মালিকানাধীন আড়তে চার হাজার ২০০ টাকায় মাছটি বিক্রি করা হয়।

তিনি আরও জানান, শনিবার ভোরে চরপিয়ালসংলগ্ন মেঘনায় জাল ফেলে ১২০টি ইলিশ পান। এর সঙ্গেই ধরা পড়ে তিন কেজি ৫০ গ্রাম ওজনের একটি ইলিশ। জেলেরা এমন বড় ইলিশকে রাজা ইলিশ বলে থাকেন।

তবে বড় ইলিশটি চার হাজার ২০০ টাকায় কেনার কথা নিশ্চিত করেছেন বেপারী মিজান শেখ। তিনি জানান, ইলিশটি লঞ্চে ঢাকার যাত্রাবাড়ী মোকামে পাঠানো হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, ‘এত বড় আকারের ইলিশ পাওয়া ভালো লক্ষণ। সামনে মেঘনায় আকাল থাকবে না। আশা করছি, জেলেদের জালে ভালোই ইলিশ ধরা পড়বে।’

প্রতিনিধি/এইচই