images

সারাদেশ

মেঘনায় পাথরবোঝাই বাল্কহেড ডুবি, ৪ শ্রমিক জীবিত উদ্ধার 

জেলা প্রতিনিধি

১৪ আগস্ট ২০২২, ০৩:৪৬ পিএম

বৈরী আবহাওয়ায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে পাথরবাহী বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। এসময় খবর পেয়ে বাল্কহেডের ৪ জন শ্রমিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন।

রোববার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শফিউল কিঞ্জল।

লে.  কে এম শফিউল কিঞ্জল বলেন, সাড়ে তিন টন পাথর বোঝাই এমভি রায়হান-১১ বাল্কহেডটি সিলেটের সুনামগঞ্জ থেকে ভোলার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বেলা সাড়ে বারোটা দিকে মেহেন্দিগঞ্জের উলানিয়া লঞ্চঘাট এলাকায় পৌঁছালে বৈরী আবহাওয়ার কারণে ঢেউয়ের তোরে বাল্কহেডটি ডুবে যায়। 

তিনি আরও বলেন, সেসময় নদীতে কোস্টগার্ডের টহল টিম বিষয়টি দেখে ঘটনাস্থলে গিয়ে বাল্কহেডের ৪ শ্রমিককে জীবিত উদ্ধার করে তীরে নিয়ে আসে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা জানান, উদ্ধার শ্রমিকদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া পানির চাপ কমলে বাল্কহেডটি উদ্ধার করা হবে।

প্রতিনিধি/এইচই

প্রতিনিধি/এইচই