images

সারাদেশ

টিকটক করতে সেতু থেকে নদীতে লাফ অতঃপর নিখোঁজ যুবক

জেলা প্রতিনিধি

১৪ আগস্ট ২০২২, ০২:১৫ এএম

মুন্সীগঞ্জ সদরে টিকটক ভিডিও তৈরির জন্য মুক্তারপুর সেতু থেকে ধলেশ্বরী নদীতে লাফ দিয়ে মো রাসেল (১৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছে। শনিবার দুপুর ৩ টার দিকে সেতুর উপর থেকে লাফ দিলে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজের সন্ধানে রাত পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবরি দলের অভিযানেও খোঁজ মেলেনি ওই যুবকের।

রাসেল বরিশাল হিজলা উপজেলার হেলাল বেপারীর ছেলে। পরিবারসহ সে সদর উপজেলার দশকানি এলাকায় ভাড়া বাসায় বসবাস করত।

পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে অপর তিন বন্ধু সোহাগ, নাইম, হামিমের সাথে ধলেশ্বরী নদীতে গোসল করতে আসে রাসেল। মুক্তারপুর সেতুতে পৌছে টিকটক ভিডিও তৈরির জন্য রাসেল ও হামিম সেতুর উপর থেকে নদীতে ঝাঁপ দেয়। এ সময় হামিম সাঁতরে তীরে উঠতে পারলেও ডুবে যায় রাসেল। এঘটনায় ৯৯৯ এ কল পেয়ে উদ্ধার অভিযানে নামে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও ঢাকা হেড কোযার্টারের ডুবরি দল।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হাকিম জানান, নদীতে লাফ দিয়ে নিখোঁজের ঘটনায় উদ্ধার অভিযান চালানো হয়। তবে টিকটক ভিডিও তৈরিকে কেন্দ্র করে তারা লাফ দিয়েছে বলে স্থানীয়রা বলছে। রাত ৭ টা পর্যন্ত অভিযানে নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি। রাত হওয়ায় অভিযান বন্ধ ঘোষণা করা হয়েছে। মরদেহ ভেসে না উঠলে আগামীকাল সকালে আবারো উদ্ধার অভিযান চলবে। 

প্রতিনিধি/এমএএম