জেলা প্রতিনিধি
২৮ জুলাই ২০২২, ০৪:২৯ পিএম
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে নির্বাচনী ফলাফল ঘোষণার পর সহিংসতায় নিহত গোলাগুলিতে সুমাইয়া আক্তার আশা নামে ৮ মাস বয়সী এক শিশুর লাশ বাবা মো. বাদশার কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) ওই শিশুর মরদেহ ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন।
দুপুর আড়াইটার দিকে লাশ হস্তান্তরের পর উপজেলার মীরডাঙ্গী বাজারে শিশুটির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে স্থানীয় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল।
জানাজায় উপস্থিত ছিলেন রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টীভ, ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্নাসহ স্থানীয়রা।
এসময় শিশুটির বাবা মো. বাদশা উপস্থিত প্রশাসনের সকলের কাছে সঠিক বিচার ও সমাধান চান।
প্রশাসনের পক্ষ থেকে ওসি, ইউএনও, এমপি এবং উপজেলার চেয়ারম্যান নিহত শিশুর বাবাকে হতাশ না হয়ে ধৈর্য ধারণ করার পরামর্শ দেন। তারা বলেন, সহিংসতার ঘটনায় কমিটি গঠন করা হয়েছে। নিশ্চয়ই এর সুষ্ঠু তদন্ত হবে।
উল্লেখ্য, বুধবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ৩ নম্বর ভাংবাড়ি কেন্দ্রে সহিংসতার ঘটনায় সুরাইয়া আক্তার আশা নামে ৮ মাস বয়সী এক শিশু নিহত হয়। আশা রানীশংকৈল মিরডাঙ্গী বাজার এলাকার বাদশাহর মেয়ে।
প্রতিনিধি/এইচই