images

সারাদেশ

পাহাড়ে জুম সুন্দর, নজর কাড়ে সবুজ

জেলা প্রতিনিধি

২৫ জুলাই ২০২২, ১১:৩৯ এএম

শ্রাবণের মেঘের অঝোর বৃষ্টিতে পাহাড়ে নজর কাড়ে জুম চাষের সবুজ সৌন্দর্য। পাহাড়ীদের ঐতিহ্যবাহী চাষ পদ্ধতি জুম। দুর্গম এলাকার এসব মানুষদের জীবন জীবিকার প্রধান অবলম্বন এটি। জুম চাষ করে পুরো একটি বছর সংসার চলে তাদের।

পার্বত্য জেলা খাগড়াছড়ির বিভিন্ন এলাকা ঘুরে জুম চাষিদের সঙ্গে কথা বলেছেন এবং বিভিন্ন দৃশ্য ধারণ করেছেন নীরব চৌধুরী বিটন। 

চাষিরা জানান, বৈশাখ-জৈষ্ঠ মাসে দান বপন করা শুরু হয়। শ্রাবণ মাসে জুমের আগাছা পরিস্কার করা হয়। ভাদ্র এক মাস জুমের ফসল বাড়তে থাকে। আশ্বিন-কার্তিক মাসে ধান পাকে এবং ফসল ঘরে তোলার উৎসব শুরু হয়।       

জুমে সাধারণত কোম্পানি জাতের ধান, ভুট্টা, মারপা, তিল, কনচাল, অমিলাগুলা, চিনার, মিষ্টি কুমড়াসহ নানান সবজি উৎপাদন হয়।   

জুম চাষিদের ভাষায়, ‘জুমে বারো মাসে তেরো ফসল দেয়। জুমের ফসল দিয়েই বছর চলে যায়।’

চলুন জুম চাষের মনকাড়া কিছু দৃশ্য দেখে নেওয়া যাক। 

jum
বেড়ে উঠছে সারি সারি জুমের ফসল
jum
জুম পাহারা দিতে দিতে হাতের কাজও সেরে নিচ্ছেন ত্রিপুরা এক নারী
jum rain
সবুজ পাহাড়ে যখন হঠাৎ বৃষ্টি নামে।
jum
দলবেঁদে জুম ক্ষেতে কাজ করছেন পাহাড়ী নারীরা। 
jum
মেঘ আর জুম অপার সৌন্দর্য যেন মিলেমিশে একাকার

 প্রতিনধি/এএ