জেলা প্রতিনিধি
২৩ জুলাই ২০২২, ০২:৪৪ পিএম
কেউ চালার টিন খুলে নিয়েছেন,কেউ নিয়েছেন দেয়ালের ইট। আবার কেউ ক্লাসরুমের ব্যাঞ্চ নিয়ে গেছেন নিজের মতো করে। এসব টিন, ইট আর ব্যাঞ্চের কাঠ দিয়ে তৈরী করা হয়েছে গোসলখানা, গোয়াল ঘর আর ফার্নিচার। কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবনের এমন চিত্র দেখা গেছে।
বিদ্যলয়ের উত্তর পাশের পরিত্যক্ত ভবনের ভেতরে রাখা হয়েছে খড়, রান্নার পাতালতা ও শুকনো লাকড়ি। বারান্দার টিনের চালের একাংশ থেকে খুলে নেওয়া হয়েছে টিন। ভবনের জানালা, বারান্দা ও ভিতরের ওয়াল থেকে খুলে নেওয়া হয়েছে ইট।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের এসব জিনিস নিয়েছে প্রতিবেশীরা। স্থানীয় প্রভাব বিস্তার করে পারিবারিক কাজে ব্যবহার করা হয় ভবনটি।
বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, ‘স্কুল ভবনটিতে কিছু পরিত্যক্ত ব্যাঞ্চ ছিল। এছাড়া টিন ও ইট গুলো চুরি করে নিয়ে গেছে। অনেকে এখানে খড়-লাকরি রাখছেন। আমরা নিষেধ করার পরও কেউ তা মানছেন না। তাছাড়া এই ভবনটিতে মাদক জুয়ার মতো নানা অনৈতিক কাজ হয় রাতে। এই সমস্যা সমাধানের জন্য দ্রুত আবার মিটিং ডেকে উপজেলা শিক্ষা কর্মকর্তার সহায়তা চাইবো’।
বিদ্যালয় সভাপতি মো মানিক জানান, ‘এই অপকর্ম গুলো কে বা কারা করছে আমরা খোঁজ নিচ্ছি। শনিবার মিটিংয়ের মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা করবো’।
দেবিদ্বার উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফ রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমে জানতে পেরেছি৷ আমরা আইন শৃংখলা বাহিনীর সহায়তা নিয়ে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো’।
একেবি