জেলা প্রতিনিধি
১৮ জুলাই ২০২২, ০২:৩৭ এএম
কিশোরগঞ্জের তাড়াইলের সাচাইল গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক কিশোরী। রোববার এ আত্মহত্যার ঘটনা সংঘটিত হয়েছে। পরে ওই কিশোরীর লাশ ময়নাতদন্তের জন্যে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, রোববার (১৭জুলাই) দুপুর পৌনে ২টার দিকে ঘরের বারান্দায় কিশোরীর শরীর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার ছোট ভাই চিৎকার শুরু করে। এ সময় আশেপাশের লোকজন এসে জড়ো হয় এবং ওই কিশোরীর ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ সদস্যরা এসে লাশ উদ্ধার করে। মৃত কিশোরীর নাম দিনা আক্তার (১২)। তিনি সদর ইউনিয়নের সাররং গ্রামের ফকির পাড়ার রুবেল মিয়ার মেয়ে।
সাচাইল বাজারের এলএসডি রোডে ভাড়া বাসায় স্ত্রী, দু’ছেলে ও এক মেয়েকে নিয়ে বাস করতেন মো. রুবেল মিয়া। ওই ভাড়া বাসার বারান্দার সিলিংএর কাঠের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে ওই কিশোরী।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার পৌনে ২টার দিকে পুলিশ নিহত দিনা আক্তারের লাশ উদ্ধার করে। কী কারণে মেয়েটি আত্মহত্যা করেছে তা জানা যায়নি। তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্যে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এমইউ