images

সারাদেশ

হ্যাঁ ভোট মানে আজাদি, না ভোট মানে গোলামি: জামায়াত আমির 

জেলা প্রতিনিধি

২৭ জানুয়ারি ২০২৬, ০৭:৪৮ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ১৩ তারিখ থেকে আমরা নতুন বাংলাদেশ চাই। একটি অভিশাপ মুক্ত বাংলাদেশ চাই। আমার মায়ের জন্য একটি নিরাপদ বাংলাদেশ চাই। শিশুদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ চাই। আবাল বৃদ্ধ বণিতা, সকল ধর্মের বর্ণের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ চাই।  সেটি চাইলে দুটি ভোটের বিষয় স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ ভোট মানে আজাদি, না ভোট মানে গোলামি। এসময় তিনি উপস্থিত জনতা উদ্দেশে জানতে চান আজাদি না গোলামি। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় খুলনা মহানগরী ও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ সব কথা বলেন। 

তিনি বলেন, আমরা কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাই না, কেউ ঝগড়া বাঁধাতে চাইলে তাকে ছেড়েও দেওয়া হবে না। 

উপস্থিত কর্মীদের উদ্দেশে তিনি বলেন,  প্রত্যেকটি নর-নারীর ভোটের অধিকার পাহারা দিবেন। ভোট যার যেখানে ইচ্ছা যেখানে দিবে, কিন্তু আমরা সে পর্যন্ত ভোটার কে পৌঁছে দিতে চাই। বাক্স পর্যন্ত পৌছার পরে তারা নিজেদের ভোটের হিসাব তারা গ্রহণ করবে। 

তিনি বলেন, ১২ তারিখ প্রথম ভোট হবে হাঁ। এরপরের ভোট হবে ইনসাফের পক্ষে। যারা তাদের চরিত্রকে হেফাজত করেছে, সংগঠনকে হেফাজত করেছে তারা দেশ কেউ হেফাজত করবে। 

বক্তব্যের শেষের দিকে তিনি খুলনার ৬ টি আসনের ১১ দলীয় জোট প্রার্থীদের হাতে প্রতিক তুলে দেন। সবশেষে তিনি লিল্লাহে তাকবির ও ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াত মনোনীত এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ  ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতা রাশেদ প্রধান, খুলনা-৬ আসনে জামায়াত মনোনীত এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দেওয়াল ঘড়ির প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, খুলনা-২ আসনে জামায়াত মনোনীত এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা-১ আসনের জামায়াত মনোনীত এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী খুলনা জেলা হিন্দু মহাজোটের সভাপতি বাবু কৃষ্ণ নন্দী। এতে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন প্রমুখ। 

জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  খুলনার কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার কার্যক্রম শুরু হয়।  জনসভার শুরুতে ইসলামী সংগীত পরিবেশন প্রেরণা সাহিত্য সংসদ ও টাইফুন শিল্পী গোষ্ট্রী। 

প্রতিনিধি/একেবি