জেলা প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৬, ০৬:৩৯ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং ১০ দলীয় নির্বাচনী জোটের পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলম বলেছেন, “গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে ৭১ থাকবে না এমন কথা যারা বলে, তাদের ন্যূনতম জ্ঞান ও শিক্ষা নেই। যারা মানুষকে বিভ্রান্ত করছে, তারা মূলত নতুন করে স্বৈরাচার হতে চায়।”
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, “হাজারো শহীদের জীবনের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। অসংখ্য মানুষ সংস্কার ও পরিবর্তনের আশায় রক্ত দিয়েছে। সেই সংস্কার বাস্তবায়নের পথ হলো ‘জুলাই সনদ’, আর জুলাই সনদ বাস্তবায়নের একমাত্র উপায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান।”
তিনি আরও বলেন, যারা সংস্কারের বিরোধিতা করে এবং গণভোটকে বাধাগ্রস্ত করতে চায়, তারাই আসলে ফ্যাসিবাদী মানসিকতা লালন করে। এই দেশে আর কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না।
গণভোটের গুরুত্ব তুলে ধরে তিনি দাবি করেন, রাষ্ট্রীয় ব্যবস্থার মৌলিক সংস্কার এবং জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ভারসাম্য রক্ষার জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই। দেশের স্বার্থে এবং মানুষের অধিকার নিশ্চিতে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে।
সারজিস আলম আশাবাদ ব্যক্ত করে বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়িত হবে। এছাড়া ১০ দলীয় জোট ও শাপলা কলি প্রতীকের বিজয়ের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় ১০ দলীয় জোটের নেতাকর্মী, জুলাই আন্দোলনের সমন্বয়কবৃন্দ এবং স্থানীয় সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/একেবি