images

সারাদেশ

নারায়ণগঞ্জকে দুর্নীতি ও মাদক মুক্ত করতে চাই: তারেক রহমান

উপজেলা প্রতিনিধি

২৬ জানুয়ারি ২০২৬, ০১:১৬ পিএম

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটা বিশাল সমস্যা ছিল এই নারায়ণগঞ্জ জেলায়, দুর্নীতি। কারা ছিল, কারা করেছে, কীভাবে করেছে এগুলো আপনারা সব জানেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ শহরের ২০টা স্পট আছে, যেখানে মাদকের কারবার হয়। আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে চাই। দুর্নীতিকেও আমরা নিয়ন্ত্রণ করতে চাই। দুর্নীতি নিয়ন্ত্রণ হলে দেশ এগিয়ে যাবে।

রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে তারেক রহমান নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর বালুর মাঠে নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন।

c14c8c51-5de2-4a36-85f2-ce8e6624e916

বিএনপির চেয়ারম্যান বলেন, আরেকটি কাজ করতে চাই। আমাদের যারা যুব সমাজ আছে, তাদের প্রশিক্ষণের মাধ্যমে আমরা দেশি-বিদেশি কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। কর্মসংস্থান সৃষ্টি হলে আমাদের বেকার সমস্যা দূর হবে।

আরও পড়ুন

একটি দল ষড়যন্ত্র শুরু করেছে, চোখ-কান খোলা রাখুন: তারেক রহমান

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ ৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আজারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বক্তব্য দেন।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস