images

সারাদেশ

চাঁদার চেয়ে ভিক্ষা করে নির্বাচন করা অনেক ভালো: জামায়াত প্রার্থী ছাইফুর

উপজেলা প্রতিনিধি

২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৩৩ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জামায়াতে ইসলামী।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে মিঠাছরায় একটি কমিউনিটি সেন্টারে মিরসরাই উপজেলা জামায়াতের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান। তিনি বলেন, নির্বাচনে আমার ডোনেশনের দরকার রয়েছে। কারণ আমার কাছে চাঁদাবাজির টাকা নেই। চাঁদা না চেয়ে, চাঁদা না খেয়ে ভিক্ষা করে নির্বাচন করা অনেক ভালো। আপনারা এটাকে ভিক্ষা বলবেন, এটা ভিক্ষা নই। এটা আধুনিক নির্বাচনের একটি স্ট্যান্ডার্ড পলিসি। আমাদের উন্নত দেশের নির্বাচনি পলিসি ফলো করতে হবে।

আরও পড়ুন

আমি নির্বাচিত হলে ভোলায় কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ থাকবে না: পার্থ

তিনি আরও বলেন, এ নির্বাচনে এমন এমন দলের প্রার্থী রয়েছে, গত এক বছরে প্রায় ৫৯ লাখ টাকার অধিক ডোনেশন আগে থেকে গ্রহণ করে রেখেছে। আমরা তো তখন ডোনেশন গ্রহণ করিনি, আমাদের ডোনেশনের প্রয়োজন আছে, সুতরাং এটি কোনো ভিক্ষা নয়।

ওইদিন মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবিরের সভাপতিত্বে ও জোরারগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নুরুল হুদা হামেদীর সঞ্চালনায় বক্তব্য দেন- চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা তালীমুল কুরআন বিভাগের সভাপতি অধ্যাপক বোরহান উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইউসুফ বিন আবু বক্কর, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হান।

এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই পৌরসভা জামায়াতের আমির মাওলানা শিহাব উদ্দিন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাকিব হোসাইনসহ জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস