images

সারাদেশ

আমি দলমত নির্বিশেষে ১০০ ভাগ ভোট চাই: ডা. সাদিক

জেলা প্রতিনিধি

২৪ জানুয়ারি ২০২৬, ০৬:৪৫ পিএম

গাইবান্ধা-৩ আসনের ধানের শীষ প্রতীক প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেছেন, ৪০ বছর আমার দলের মানুষ এবং এলাকার মানুষের জন্য ব্যয় করেছি। আমি কোনো দল-মত, ধর্ম বুঝি না না, সাদুল্লাপুর-পলাশবাড়ীবাসীর ১০০ ভাগ ভোট চাই।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সাদুল্লাপুরে নির্বাচনি মিছিল পূর্ব এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে এলাকার সার্বিক উন্নয়নসহ সাধারণ নাগরিক সেবা অব্যাহত থাকবে। আমি নিজে চুরি করব না, অন্যকেও চুরি করতে দেব না। সবাই আমার পাশে থাকবেন বলে দৃঢ় বিশ্বাস।

আরও পড়ুন

গাইবান্ধা-৩: জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এনসিপি নেতার ফেসবুক পোস্ট

সাদুল্লাপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুলের সভাপতিত্ব বক্তব্য দেন, বিএনপির রংপুর বিভাগ সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন, জেলা তাঁতীদলের আহ্বায়ক আ স ম সাজ্জাদ হোসেন পল্টনসহ অনেকে। 

79b9ab77-35e2-4a99-9d08-e29ce83290cd

আলোচনা শেষে একটি বিশাল মিছিল সাদুল্লাপুর হাইস্কুল মাঠ থেকে বের হয়ে উপজেলা পরিষদের সামন দিয়ে ফায়ার সার্ভিস ঘেঁষে আবারও স্কুল মাঠে সমবেত হয়।

এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ জেলা-উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেইসঙ্গে এ এলাকার সহস্রাধিক সাধারণ জনগণ মিছিলে অংশগ্রহণ করেন।

প্রতিনিধি/এসএস