images

সারাদেশ

গাইবান্ধা-৩: জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এনসিপি নেতার ফেসবুক পোস্ট

জেলা প্রতিনিধি

২২ জানুয়ারি ২০২৬, ০৩:৫৯ পিএম

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হয়ে ভোটের মাঠে লড়ছেন দাঁড়িপাল্লা প্রতীকে আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম। এ প্রার্থীকে সমর্থন জানিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল সোহাগ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে Najmul Shohag নামে তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস পোস্ট দিয়েছেন তিনি।

নাজমুল সোহাগ তার স্ট্যাটাসে উল্লেখ করেন- জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে মধ্যপন্থিদের প্রতিনিধি হিসেবে ত্রয়োদশ সংসদ নির্বাচন করার জন্য এনসিপি থেকে ৩১ গাইবান্ধা-৩ আসনের মনোনীত এমপি পদপ্রার্থী ছিলাম। যেহেতু সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক ১০ দলীয় জোটে যাওয়ার ফাইনাল সিদ্ধান্ত নিয়েছে আমার পার্টি এনসিপি। সেহেতু আমি সরে এসেছি নির্বাচন থেকে। সুতরাং গাইবান্ধা-৩ আসনে এনসিপির আর কোনো প্রার্থী থাকল না। জাতীয় নাগরিক পার্টির সিদ্ধান্তমতে ১০ দলীয় মনোনীত প্রার্থী জামায়াত নেতা নজরুল ইসলাম (লেবু মওলানা) আমার আসন অর্থাৎ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) উপজেলা আসনের জন্য যোগ্য এমপি প্রার্থী হিসাবে ইনসাফ ও ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা প্রতীকে এবার নির্বাচন করছেন। তাই আমি ও আমার সমর্থকদের নিয়ে তার পাশে থাকব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।

আরও পড়ুন

গাইবান্ধায় হেভিওয়েট প্রার্থীদের সঙ্গে ভোটের মাঠে ২ নারী

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল সোহাগ বলেন, আমি গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী হিসাবে দীর্ঘসময় কাজ করেছি। তাই গাইবান্ধার ৫টি আসনই আমার অগণিত নেতাকর্মী রয়েছে। তাদেরও ১০ দলীয় জোটকে সমর্থন দেওয়ার ও পাশে থাকার আহ্বান জানাচ্ছি। এজন্য শিগগিরই সংবাদ সম্মেলন করে বিষয়টি আরও পরিষ্কার করার মাধ্যমে নির্বাচনি প্রচারণায় অংশ নেব।

প্রতিনিধি/এসএস