images

সারাদেশ

পটুয়াখালী-৩ আসনে ঐক্যের ডাক নুরুল হক নুরের

জেলা প্রতিনিধি

২০ জানুয়ারি ২০২৬, ০৭:১২ এএম

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি-সমর্থিত প্রার্থী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন। 

সোমবার সন্ধ্যায় দশমিনার আউলিয়াপুর হাইস্কুল মাঠে আয়োজিত এক শোকসভায় তিনি মিত্র দলগুলোর মধ্যে রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে নুর বলেন, ‘আপনারা তো আমার সহযোগী। আপনাদের আমি সঙ্গে চাই, পাশে নিয়ে এগিয়ে যেতে চাই।’

স্থানীয় বিএনপির একটি অংশের অসহযোগিতার খবরের মধ্যে নুর সতর্ক করে বলেন, জোটের আদর্শ পরিপন্থী কাজ করলে জাতীয় রাজনীতিতে নেতিবাচক বার্তা যাবে। তিনি বিশ্বাস প্রকাশ করেন যে, বিএনপির সাধারণ নেতাকর্মীরা মিত্রদের পাশে দাঁড়িয়ে নির্বাচনী সমাবেশগুলো সফল করবেন।

গত ১৭ জানুয়ারি নুরের পক্ষে কাজ না করার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে গলাচিপা ও দশমিনা উপজেলা এবং গলাচিপা পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তের পর স্থানীয় রাজনীতিতে মেরুকরণ তীব্র হয়েছে।

নুরুল হক নুর তার বক্তব্যে গলাচিপা-দশমিনাকে একটি ‘উন্নয়নের রোল মডেল’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। তিনি বলেন রাজনৈতিক বিভেদ নিরসন: আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত বা ইসলামী আন্দোলন কোনো দলের সঙ্গেই প্রতিহিংসার রাজনীতি না করে একটি ঐক্যবদ্ধ সমাজ গঠন।

গত সাত বছরে নিজের ওপর হওয়া হামলা ও অপমানের কথা উল্লেখ করে তিনি জানান, ব্যক্তিগত শত্রুতা ভুলে তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন। শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বললেও শিক্ষকদের হুমকি এবং নিজের পরিবারের সদস্যদের লাঞ্ছিত করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন নুর। তার স্ত্রী একজন শিক্ষক উল্লেখ করে তিনি বলেন, “আপনাদের জন্য কাজ করতে এসে কি আমার পরিবারকেও বারবার অপমানিত হতে হবে? ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু ডান-বাম দেখব না পরিষ্কার কথা।”

পটুয়াখালী-৩ আসনে নুরের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন বিএনপির সদ্য বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা হাসান মামুন, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। বিলুপ্ত হওয়া বিএনপি কমিটিগুলোর একটি বড় অংশ মামুনের অনুসারী বলে পরিচিত, যা এই আসনে জোটের প্রার্থীর জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে।

নির্বাচনী এই উত্তাপের মধ্যেই নুর আশ্বাস দেন যে, তিনি এই জনপদে ‘ন্যায় ও ইনসাফ’ প্রতিষ্ঠা করবেন যাতে সাধারণ মানুষ অধিকারবঞ্চিত না হয়।

প্রতিনিধি/একেবি