জেলা প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৬, ০৩:০১ এএম
জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি) মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া এবি পার্টি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তিনি জামালপুর জেলা এবি পার্টির যুগ্ম আহ্বায়ক এবং মাদারগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। এ সময় উপজেলা ও পৌর জামায়াতের নেতারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নূরুল আমিন এবং সেক্রেটারি ফরহাদ হোসেনসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
যোগদান প্রসঙ্গে ইঞ্জিনিয়ার লিপসন মিয়া বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা থেকেই আমি আনুষ্ঠানিকভাবে সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। আমি বিশ্বাস করি, ইসলামী জীবনব্যবস্থা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সর্বোত্তম পথ। ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন ও মানুষের অধিকার আদায়ে জামায়াতে ইসলামী কার্যকর ভূমিকা রাখতে পারবে বলেই আমার বিশ্বাস।’
প্রতিনিধি/একেবি