জেলা প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৬, ০৫:২৫ এএম
কক্সবাজারের টেকনাফে পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল এবং ৫০ হাজার পিস ইয়াবাসহ এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তি একাধিক মামলার পলাতক আসামি।
সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়া ব্রিজের পশ্চিম পাশের একটি খালি জায়গায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. রফিক ওরফে বার্মাইয়া রফিক (৪৫)। পুলিশ জানিয়েছে, তিনি ওই এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশ ও নৌবাহিনীর একটি চৌকস দল যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজন রফিককে একটি বস্তাসহ আটক করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল এবং ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করে টেকনাফ থানায় নিয়ে আসা হয়েছে।
অলক বিশ্বাস আরও জানান, গ্রেফতার হওয়া রফিকের বিরুদ্ধে এর আগে অস্ত্র আইনে ১টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি এবং হত্যা মামলাসহ মোট ৫টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতার হওয়া আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রতিনিধি/একেবি