জেলা প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৬, ০৯:৪০ পিএম
নওগাঁর পত্নীতলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করে এবং চালককে মারধর করে।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নজিপুর পৌর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার আকবরপুর ইউনিয়নের উষ্ঠি গ্রামের কাউসার রহমানের স্ত্রী খাদিজা (২৮) ও তার মেয়ে ফাতেমা জান্নাত (৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নজিপুর বাজার থেকে মোটরসাইকেলে করে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন কাউসার রহমান। পথে বাসস্ট্যান্ড এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় সাপাহার থেকে নজিপুরগামী একটি কাঠবোঝাই ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।
প্রতিনিধি/একেবি