images

সারাদেশ

‘জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে চাই’

জেলা প্রতিনিধি

১৯ জানুয়ারি ২০২৬, ১১:৪১ এএম

বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর জেলা ছাত্রদলের উদ্যোগে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে যশোর টাউন হল ময়দানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

এ সময় তিনি বলেন, জিয়াউর রহমানের জীবন, সংগ্রাম এবং দেশ ও জাতি গঠনে তার ভূমিকা সবাইকে জানানোর প্রয়োজন রয়েছে। সে কারণে আজকে বিশেষ দিনে এই মহান ব্যক্তিকে স্মরণ করছি। তার কর্মময় জীবন, দর্শন থেকে সব সময় অনুপ্রেরণা খোঁজার চেষ্টা করি। জিয়াউর রহমানের নীতি, আদর্শ, দর্শনকে হৃদয়ে ধারণ করে নিজেদের জীবন গঠন করে আগামীর নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে চাই। এই প্রতিযোগিতার মাধ্যমে ছাত্র, তরুণ, যুবক এমনকি বয়স্কদের স্বাস্থ্য সচেতন হতে সহযোগিতা করবে।

আরও পড়ুন

খালেদা জিয়া আমৃত্যু জাতির অভিভাবকের দায়িত্ব পালন করেছেন: অমিত 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান প্রমুখ।

af1580bc-b2da-4870-a975-591a5f4687bc

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক জানান, টাউন হল ময়দান থেকে প্রতিযোগিতা শুরু হয়ে মুড়লি মোড়ে গিয়ে শেষ হবে। প্রতিযোগিতায় আড়াই শতাধিক প্রতিযোগী অংশ নিয়েছে। জেলা বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ প্রতিযোগিতা পরিচালনা করেন।

প্রতিনিধি/এসএস