জেলা প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৬, ১০:১৯ এএম
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জাল সনদে চাকরির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে দুদকের একটি দল বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বেলাল হোসেন। তিনি বলেন, কমিশনের নির্দেশনায় আমরা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের জাল সনদে চাকরির অভিযোগ সম্পর্কে অনুসন্ধান করতে এসেছি। ইতোমধ্যে শারীরিক শিক্ষা দপ্তরের ফিজিক্যাল ইন্সট্রাক্টর পদে কর্মরত কর্মকর্তা মোছা. ইরিনা নাহারের স্নাতকোত্তর সনদ জাল বলে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সাময়িক বরখাস্ত করেছে। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের সবার সনদ যাছাই-বাছাই করা হবে।
এ বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, দুদক নির্দিষ্ট জাল সনদের তথ্যের ভিত্তিতে কর্মচারী ও কর্মকর্তার বিরুদ্ধে অভিযানে এসেছিলেন। সরেজমিন তাদের দেখানো হয়েছে। জাল সনদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে একজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। অন্যদের বিরুদ্ধেও অ্যাকশনের প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/টিবি