images

সারাদেশ

আর কোনো রক্তপাত-আন্দোলন চাই না: স্বাস্থ্য উপদেষ্টা

জেলা প্রতিনিধি

১৮ জানুয়ারি ২০২৬, ০৭:৩১ পিএম

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, আমরা আর কোনো রক্তপাত চাই না। আমরা আর নতুন করে কোনো আন্দোলন করতে চাই না। কোনো মা তার সন্তানকে হারাতে চায় না। আমাদের কমিউনিটি ওয়ার্কার রয়েছে প্রায় ১৪ হাজার। শিক্ষা অফিসাররা আছেন, শিক্ষাকর্মীরা আছেন, স্বাস্থ্যকর্মী আছেন, কৃষি কর্মকর্তারা আছেন, সবাই মিলে যার যার জায়গা থেকে আমরা এই কথাগুলো তাদের কাছে বলে দেব।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে রাজশাহী কলেজে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষ্যে ‘ভোটের গাড়ি’ নিয়ে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী যারা আছি, আমাদের দায়িত্ব হলো একেবারে নিরপেক্ষ। আমরা কোনো দলের না, কোনো দলের পক্ষ থেকে আমরা কিছু করতে পারবো না। আমরা শুধু মানুষকে সচেতন করবো, ভোট দেওয়ার দায়িত্ব তার। তবে গণভোটের ক্ষেত্রে সরকার চাচ্ছে আমরা সবাই মিলে ‘হ্যাঁ’ ভোট দিই।

তিনি বলেন, গণভোটের ব্যালটটা হলো গোলাপি রঙের। এই ব্যালটে একটা কাটা চিহ্ন, আরেকটা তীর চিহ্ন থাকবে। সেই তীর চিহ্নে সিলটা দিতে হবে। আমাদের একটা হলো গণভোট, আরেকটা হলো সংসদীয় ভোট।

নূরজাহান বেগম আরও বলেন, আমরা একটু ধৈর্য নিয়ে বিষয়গুলো গ্রাম থেকে গ্রামে বিষয়গুলো তাদেরকে (সাধারণ মানুষ) বুঝিয়ে দিই। যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে প্রশ্ন করতে না পারে কি বাংলাদেশ তোমরা করে গেছ। আমাদের জন্য এটা কি জাহান্নাম হবে, নাকি এটা বেহেস্ত হবে।

এ সময় সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারীরা ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এএস