images

সারাদেশ

মাদারীপুরে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, এলাকায় উত্তেজনা

জেলা প্রতিনিধি

১৮ জানুয়ারি ২০২৬, ০৪:০৭ পিএম

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত আব্বাস চৌধুরী (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আব্বাস চৌধুরী ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের মৃত মোসলেম  চৌধুরীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের আবুল জমাদ্দারের সঙ্গে একই এলাকার শহীদ মাতুব্বার ও আব্বাস চৌধুরীর সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার উভয়পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়াসহ হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

4d27c58f-9d5b-49f5-93ed-67bb95d71883

আরও পড়ুন

মাদারীপুরে দুইপক্ষের সংঘর্ষ, অর্ধশত হাতবোমা বিস্ফোরণ, আহত ১০

বুধবার বেলা ১২টার দিকে আব্বাস চৌধুরীসহ বেশ কয়েকজনকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে গুরুতর অবস্থায় আব্বাসকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ওইদিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে একটি বেসরকারি হাসাপাতালে ভর্তি করা হয় আব্বাসকে। রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে ফের উত্তেজনা দেখা যায়। মোতায়েন করা হয় সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ।

5e0c7220-13b0-48ae-a928-e077a2377309

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে বাড়ানো হয়েছে পুলিশ টহল। আব্বাস চৌধুরীর মৃত্যুকে কেন্দ্র করে কেউ নাশকতা বা সংঘর্ষের ঘটনা ঘটায়, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রতিনিধি/এসএস