images

সারাদেশ

মহেশখালীতে আগ্নেয়াস্ত্র উদ্ধার

জেলা প্রতিনিধি

১৮ জানুয়ারি ২০২৬, ০৩:২১ পিএম

কক্সবাজারের মহেশখালীতে বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

বোববার (১৮ জানুয়ারি) ভোরে মহেশখালী থানাধীন ধলঘাটা উত্তর মুহুরি ঘোনা এলাকায় সন্ত্রাসীদের একটি গোপন আস্তানায় এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও পরে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উদ্ধার করা অস্ত্র ও কার্তুজের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলসহ সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ড ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে