উপজেলা প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৬, ০১:৩১ পিএম
ঢাকার নবাবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মো. হারুন অর রশিদ। তিনি উপজেলার বারয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে হারুন অর রশিদের নাম ঘোষণা করেন।
১৯৯৩ সালে বারুযাখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে তিনি যোগদান করেন। ২০১৪ সালে সহকারী প্রধান শিক্ষক ও ২০২৪ সাল প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলার বাক্ষ্রনখালী এলাকার মো. ইয়াকুব আলীর ছেলে।
তার এই অর্জনে অত্র বিদ্যালযের শিক্ষক-শিক্ষার্থী ও নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি অভিনন্দন জানিয়েছেন।
প্রতিনিধি/এসএস