জেলা প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৬, ০৯:০১ এএম
মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক নিহত হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের আবাদ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মির্জাপুর বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ভ্যানচালকের নাম আব্দুল (৫০)। তিনি বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া গ্রামের আক্কেল আলীর ছেলে।
মির্জাপুর বাঁশতৈল পুলিশ ফাঁড়ির এসআই আতাউর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/টিবি