জেলা প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৬, ০৭:৪৯ পিএম
গাজীপুরের কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক হোটেল ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার বালিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লিটন চন্দ্র ঘোষ ওরফে কালি ঘোষ (৫৫) কালীগঞ্জ উপজেলার চান্দাইয়া এলাকার নির্মল চন্দ্র ঘোষের ছেলে।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন, বালীগাঁও এলাকার মো. স্বপন মিয়া (৫৫), তার স্ত্রী মাজেদা খাতুন (৪৫) এবং তাদের ছেলে মাসুম মিয়া (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার বালিগাঁও এলাকায় কালি ঘোষের মালিকানাধীন বৈশাখী সুইটমিট অ্যান্ড হোটেল রয়েছে। ওই হোটেলের পেছনে অভিযুক্তদের কলাবাগান রয়েছে। দুপুরে স্বপন মিয়ার ছেলে মাসুম মিয়া ওই হোটেলে গিয়ে হোটেলের সামনে একটি কলার ছড়ি দেখতে পান। এসময় মাসুম মিয়া উত্তেজিত হয়ে গালাগাল শুরু করেন। এ নিয়ে হোটেল কর্মচারীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাসুম মিয়ার বাবা স্বপন মিয়া ও মা মাজেদা খাতুন সেখানে যান। পরে তাদের মধ্যে ফের হাতাহাতি শুরু হয়। এসময় হোটেল মালিক কালী ঘোষ সেখানে এগিয়ে গেলে তাকে বেলচা দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে কালী ঘোষ মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাথায় বেলচা দিয়ে আঘাত করে হোটেল মালিক কালি ঘোষকে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/এসএস