images

সারাদেশ

ফেনীতে বিএনপি ও জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

জেলা প্রতিনিধি

১৭ জানুয়ারি ২০২৬, ০৭:১৭ পিএম

ফেনী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক রফিকুল আলম মজনু ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।

শনিবার (১৭ জানুয়ারি) ফেসবুকে প্রচার প্রচারণা চালানোর বিষয়টি নজরে এলে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সভাপতি সিভিল জজ মো. এহসানুল হক তাদের কারণ দর্শানোর নোটিশ জারি করেন।

নোটিশে বলা হয়, রফিকুল আলম মজনু নামীয় ভেরিফাইড ফেইসবুক পেইজ হতে বিভিন্ন সময় ধানের শীষ প্রতীকের জন্য ভোট চেয়ে নানান ধরনের পোস্টার, ব্যানার ও ভিডিও প্রচার করা হচ্ছে। এ ধরনের কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ৩ ও ১৮ বিধিদ্বয়ের লঙ্ঘন। ফলে উক্ত ফেইসবুক পেইজের কার্যক্রম বিশ্লেষণে কমিটি কর্তৃক স্ব-উদ্যোগে অনুসন্ধান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করায় সংশ্লিষ্ট ফেইসবুক পেইজ সম্পর্কিত অভিযোগটি নির্বাচনি অভিযোগ নং- ০১/২০২৬ হিসেবে রেজিস্ট্রিভুক্ত করা হোক। উক্ত বিধিমালার ১৮ বিধি মোতাবেক ২২ জানুয়ারি, ২০২৬ এর আগে প্রার্থী কর্তৃক নির্বাচনি প্রচারণা করার কোনো আইনি সুযোগ নেই। সুতরাং রফিকুল আলম মজনুকে আগামী ২১ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় অত্র নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি, ফেনী-১ এর অস্থায়ী কার্যালয়ে (সিনিয়র সিভিল জজ আদালত, ছাগলনাইয়া) সশরীরে উপস্থিত হয়ে অত্র কমিটি নির্বাচন কমিশন বরাবর তার (অভিযুক্ত প্রার্থী) বিরুদ্ধে কেন বিধি মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবেন না তা লিখিত ও মৌখিকভাবে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়।

অপরদিকে পৃথক নোটিশে উল্লেখ করা হয়, অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন এবং জননেতা কামাল ভাই' ফেনী-১ নামীয় ফেইসবুক পেইজ হতে বিভিন্ন সময় দাঁড়িপাল্লা প্রতীকের জন্য ভোট চেয়ে নানান ধরনের পোস্টার, ব্যানার ও গণসংযোগ কার্যক্রমের ভিডিও প্রচার করা হচ্ছে। এ ধরনের কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দলও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ৩ ও ১৮ বিধিদ্বয়ের লঙ্ঘন। ফলে উক্ত ফেইসবুক পেইজদ্বয়ের কার্যক্রম বিশ্লেষণে কমিটি কর্তৃক স্ব-উদ্যোগে অনুসন্ধান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করায় সংশ্লিষ্ট ফেইসবুক পেইজ সম্পর্কিত অভিযোগটি নির্বাচনি অভিযোগ নং ০২/২০২৬ হিসেবে রেজিস্ট্রিভুক্ত করা হোক। উক্ত বিধিমালার ১৮ বিধি মোতাবেক ২২ জানুয়ারির আগে প্রার্থী কর্তৃক নির্বাচনি প্রচারণা করার কোনো আইনি সুযোগ নেই। 

সুতরাং এসএম কামাল উদ্দিনকে আগামী ২১ জানুয়ারি বিকেল ৩টায় অত্র নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি, ফেনী-০১ এর অস্থায়ী কার্যালয়ে (সিনিয়র সিভিল জজ আদালত, ছাগলনাইয়া) সশরীরে উপস্থিত হয়ে অত্র কমিটি নির্বাচন কমিশন বরাবর তার বিরুদ্ধে কেন বিধি মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবেন না তা লিখিত ও মৌখিকভাবে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হল। ব্যর্থতায়, বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে অবগতির জন্য উভয় আদেশের কপি অভিযুক্ত প্রার্থী, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, জেলা নির্বাচন কর্মকর্তা, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কার্যালয়ে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে