জেলা প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৬, ০৬:৩৬ পিএম
বরিশালে একটি বহুতল ভবন ও আরেকটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় দুটি আগুনই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নগরীর পুলিশ লাইন্স রোডের বিএস টাওয়ার ও বান্দ রোডের সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানায়, শনিবার বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের 'র্যাগ ডে' অনুষ্ঠান চলাকালে ক্যাম্পাসের অভ্যন্তরের জেনারেটর রুমে হঠাৎ আগুন লাগে।
আগুন লাগার খবর পেয়ে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লে দ্রুত ৯৯৯ নম্বরে ফোন করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন
বিদ্যালয়ের শিক্ষক অলক সরকার বলেন, আগুন লাগায় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি শুরু করে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
এদিকে নগরীর পুলিশ লাইন্স এলাকার বিএস টাওয়ারের সপ্তম তলার একটি পার্লারের কার্নিশে রাখা এসি থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাতেও কেউ হতাহত হয়নি।
বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার জানান, দুই ঘটনায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে মডেল স্কুলে অগ্নিকাণ্ডে একটি প্যানেল বোর্ড পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।
প্রতিনিধি/এসএস