images

সারাদেশ

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে মানববন্ধন

জেলা প্রতিনিধি

১৭ জানুয়ারি ২০২৬, ০৬:২১ পিএম

ইসলাম ধর্ম নিয়ে রসিকতা, কুরুচিপূর্ণ বক্তব্য এবং ধর্মপ্রাণ মুসল্লিদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার প্রতিবাদে কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহরের থানা ট্রাফিক মোড়ে সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কুষ্টিয়ার সর্বস্তরের তৌহিদী জনতা ও সচেতন ধর্মপ্রাণ মুসল্লীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলাম ধর্ম ও ধর্মীয় অনুভূতি নিয়ে কটূক্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, কুষ্টিয়া সদর আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ইসলামিক বক্তা মুফতি আমির হামজার পুরাতন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে। এই বক্তব্য ভাইরাল হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। বক্তব্যে, আমির হামজা একটি ওয়াজ মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃতি করে একটি প্রাণীর সাথে তুলনা করে উপস্থাপন করেছেন। এ নিয়ে জেলার রাজনীতির পরিবেশ উত্তপ্ত হতে শুরু করেছেন। ইতি মধ্যে এ বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে, এবং নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ দিয়েছে জেলা বিএনপি। 

প্রতিনিধি/ এজে