images

সারাদেশ

জয়পুরহাটে চলন্ত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভেতর

জেলা প্রতিনিধি

১৭ জানুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম

জয়পুরহাট হিলি বাইপাস সড়কের চল্লিশ পীড় এলাকায় চলন্ত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। এসময় বাড়িতে থাকা দুইজন ও ড্রাইভারসহ তিনজন আহত হয়। গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর একটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, জেলার কালাই উপজেলার ভিল্লি গ্রামের আলু ব্যবসায়ী রানা হোসেন (৪৫) ও উজ্জ্বল হোসেন (২৭)। তবে ট্রাক চালকের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বাইপাস সড়কে হিলি মুখী দ্রুতগামী ইট বোঝাইট্রাক একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির সামনে গাছ ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় বাড়ির সামনে একটি মোটরসাইকেল দাঁড়ানো ছিল। মোটরসাইকেল দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে চাপা লাগে। এসময় বাড়ির ভেতরে থাকা দু’জন আলু ব্যবসায়ীসহ ট্রাক চালক গুরুতর আহত হয়। 

আহতদের ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

প্রতিনিধি/একেবি