জেলা প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৬, ০৩:৩৬ পিএম
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহাসিন আলী (৩৫) নামে এক যুবক রেললাইন পার হতে গিয়ে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহাসিন আলী গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বুড়িরভিটা ক্রোড়লগাছা গ্রামের আহম্মেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, মহাসিন আলী মানসিক ভারসাম্যহীন ছিলেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় লাইন পার হচ্ছিলেন। এসময় দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস নামের একটি চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে সাঘাটার বোনারপাড়া রেলওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) লুৎফর রহমান বলেন, খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এজে