images

সারাদেশ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি: ড. নজরুল ইসলাম

জেলা প্রতিনিধি

১৭ জানুয়ারি ২০২৬, ০১:২১ পিএম

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় সহ-সভাপতি স্থপতি ড. নজরুল ইসলাম বলেছেন, তিস্তা পাড়ের প্রায় ২ কোটি মানুষের জীবন ও জীবিকা এই নদীর সাথে মিশে আছে। এই জনপদের মানুষের উন্নয়নে শুধু আশার বাণী নয়, আমরা কাজের প্রকৃত প্রতিফলন দেখতে চাই। তাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে রংপুর জেলা চেম্বার মিলনায়তনে বাপা রংপুর জেলা শাখা আয়োজিত ‘সংকটে তিস্তা নদী ও আর্থ-সামাজিক অভিঘাত’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. নজরুল ইসলাম আরও বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তিস্তা পাড়ের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। ইতিমধ্যে তিস্তা নদী পরিদর্শন এবং স্থানীয় জনগোষ্ঠীর সাথে মতবিনিময়সহ প্রয়োজনীয় প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও পরিবেশবাদী সংগঠনও তিস্তা রক্ষায় সোচ্চার। আমরা আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে মহাপরিকল্পনার মূল কাজ শুরু হবে।’

বাপা রংপুর জেলার আহ্বায়ক অ্যাডভোকেট শামীমা আখতার শিরিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: ড. মো. খালেকুজ্জামান: সহ-সভাপতি, বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন); আলমগীর কবির: সাধারণ সম্পাদক, বাপা কেন্দ্রীয় কমিটি; এমদাদুল হোসেন: সভাপতি, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি; ফরিদুল ইসলাম ফরিদ: সভাপতি, তিস্তা নদী রক্ষা কমিটি।

এছাড়াও বক্তব্য রাখেন সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক এবং রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান। সভাটি সঞ্চালনা করেন বাপা জেলা সদস্য সচিব রশিদুস সুলতান বাবলু। সভার আগে বাপা নেতৃবৃন্দ তিস্তা নদীর বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।

প্রতিনিধি/একেবি