জেলা প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম
চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা এলাকায় বাজারের ব্যাগ থেকে তিন কেজি হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫।
শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত গভীর রাতে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালডাঙ্গা সোনাপট্টি এলাকা থেকে হেরোইনসহ আসামিকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব ৫ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বিষয়টি জানিয়েছেন।
গ্রেফতার আসামি এবরান আলী মালডাঙ্গা সোনাপট্টি গ্রামের মাহতাব উদ্দীনের ছেলে।
আরও পড়ুন
র্যাব ৫ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, বাড়ির বাজার করা ব্যাগের ভেতর থেকে তিন কেজি হেরোইনসহ আসামিকে গ্রেফতার করা হয়। জব্দ করা হিরোইনের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/টিবি