images

সারাদেশ

সুনামগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি

১৭ জানুয়ারি ২০২৬, ১০:২৩ এএম

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে জেলার গোবিন্দগঞ্জ বুড়াইগাও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুমন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ট্রাকচালকের নাম এখনও জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ঢাকা থেকে এনা পরিবহনের এক বাস সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জের বুড়াইগাও এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা এক ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক মারা যান। পাশাপাশি ট্রাকের হেলপার ও বাসচালক গুরুতর আহত হন।

হাইওয়ে পুলিশের এসআই সুমন চৌধুরী বলেন, বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। নিহত ট্রাকচালকের নাম-পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।

প্রতিনিধি/টিবি