images

সারাদেশ

আগামী নির্বাচন হবে আনন্দের ও অংশগ্রহণমূলক: পার্বত্য উপদেষ্টা

জেলা প্রতিনিধি

১৭ জানুয়ারি ২০২৬, ০১:০৪ এএম

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রতিটাকে আরও জাগ্রত করতে আমরা গণভোটের আয়োজন করেছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আনন্দের হোক, অংশগ্রহণমূলক হবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি পৌর টাউন হল সম্মেলন কক্ষে খাগড়াছড়িতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভায় এসব কথা বলেন।  
সুপ্রদীপ চাকমা বলেন, ‘দেশের মানুষ যেভাবে জুলাই বিপ্লবকে নিয়েছে, একইভাবে ইলেকশনটাকে উৎসব হিসেবে নেবে। সেই সাথে আরও একটি ভোট দেবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য। আপনারা ‘হ্যাঁ’ ভোট দেবেন। আপনারা কি আগের সংসদ দেখতে চাইছেন? নাকি পরিবর্তনের পরের সংসদ দেখতে চাইছেন?’

সভার শুরুতেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গণভোট সম্পর্কিত রেকর্ডেড বক্তব্য ডিসপ্লেতে প্রচার করা হয়। গণতন্ত্র রক্ষায় গণভোট প্রদানে দেশের জনগণদের উদ্ধুদ্ধ করেন। 

মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে বক্তব্য দেন- পার্বত্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, খাগড়াছড়ি জেলার ছাত্র প্রতিনিধি রাকিব মনি ইফতি। 

সভায় জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এমআই