images

সারাদেশ

রংপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৬ জানুয়ারি ২০২৬, ১০:২২ পিএম

রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ শাহেদ ফারুককে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বকশি দিঘি বাজার থেকে তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল ইসলাম মুন জানান, শাহ শাহেদ ফারুক নামে এক আওয়ামী লীগ নেতা কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলন প্রতিহতসহ বর্তমান সরকার বিরোধী কার্যক্রমের অভিযোগ রয়েছে। তাকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।

প্রতিনিধি/এজে