images

সারাদেশ

যে কারণে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হলো গণঅধিকার পরিষদ

জেলা প্রতিনিধি

১৬ জানুয়ারি ২০২৬, ০২:০৭ পিএম

গণঅ‌ধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, ভিনদেশি আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করার লক্ষ্যে তারেক রহমান বিদেশে নির্বাসিত থেকেও আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করায় আমরা তাকে ও বিএনপিকে নেতৃত্বে রেখে আন্দোলন করেছিলাম। সে সময় তিনি ঘোষণা দিয়েছিলেন, আন্দোলনে মিত্রদের সঙ্গে নিয়ে নির্বাচন করবেন এবং একটি জাতীয় সরকার গঠন করবেন।

db9eaed9-79b6-4272-a3d4-67379f3e3f03

৩১ দফা শুধু বিএনপির একার নয়, যুগপৎ আ‌ন্দোলনে সব দলের সমর্থিত একটি দলিল, যার মধ্যে জুলাই সনদের অধিকাংশ কথা আছে। তাই আমরা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি যে, আগামীতে বিএনপির নেতৃত্বে রাষ্ট্রক্ষমতায় যেতে হবে এবং যুগপৎ আন্দোলনকারী সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে।

আরও পড়ুন

‘গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে রেড কার্ড দেখাবে’

পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাই পঞ্চায়েতের সভাপতিত্বে ও কলেজ ছাত্রদলের সভাপতি আবুল বাশার সঞ্চালনায় বৃহস্পতিবার রাতে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সাবেক চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন।

7e15aa43-c317-4a0d-8b31-9be6a38539a0

উপজেলা বিএনপি কর্তৃক আয়ো‌জিত স্মরণ সভায় উপজেলা বিএনপি ও কেন্দ্রীয় ছাত্রদল, যুবদল, কেন্দ্রীয় গণফোরাম ও অধিকার পরিষদের নেতারা বক্তব্য দেন। বক্তব্য অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ও অধিকার এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তারেক রহমানের মনোনীত প্রার্থী ভিপি নুরুল হক নুরের পক্ষে আগামী নির্বাচনে ভোট দিয়ে বিজয়ী করে সংসদে পাঠানোর দাবি জানান।

প্রতিনিধি/এসএস