জেলা প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৬, ১১:২৮ এএম
ফরিদপুরে গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরযাত্রাবাড়ি গ্রামের বালুর মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় আশপাশের বিভিন্ন গ্রাম থেকে আসা খামারি ও কৃষকরা অংশ নেন। সাজানো-গোছানো শক্তিশালী গরু নিয়ে দৌড়ে অংশগ্রহণ করেন প্রতিযোগীরা। নির্ধারিত ট্রাকে গরুগুলোর দৌড় দেখতে মাঠে জড়ো হন নানা বয়সি হাজারও দর্শক।

প্রতিযোগিতা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্করাও আনন্দের সঙ্গে খেলা উপভোগ করেন।
ঐতিহ্যবাহী দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ফরিদপুর (সদরপুর-ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল। এ সময় তিনি বলেন, আধুনিকতার ছোঁয়ায় গ্রামীণ ঐতিহ্য হারিয়ে গেলেও এমন আয়োজন নতুন প্রজন্মের কাছে গ্রাম বাংলার সংস্কৃতি তুলে ধরতে সহায়ক।

আয়োজকরা জানান, গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ প্রতিযোগিতা আয়োজনের আশা প্রকাশ করেন তারা।
প্রতিনিধি/এসএস