জেলা প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৬, ০৬:১৬ এএম
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ আলী শাহীনের ওপর হামলার অভিযোগে একই কমিটির সভাপতি শাহীন আলম রিপনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার শ্রীধরপুর গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আল-মামুন। গ্রেফতারকৃত রিপন শ্রীধরপুর গ্রামের মো. আব্দুল মালেক মধুলালের ছেলে।
শাহীনের ওপর হামলার ঘটনায় রিপনসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে মাধবপুর থানায় মামলা করেছেন শাহীনের ভাই ইলিয়াছ মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জ-৪ আসনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করা নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
মামলার এজাহার অনুযায়ী, গত বুধবার সন্ধ্যায় শাহীন আলম রিপনসহ অন্য আসামিরা আমজাদ আলী শাহীনের ওপর হামলা চালান। মারধরের একপর্যায়ে তার পা ভেঙে দেওয়া হয় এবং সঙ্গে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
মাধবপুর থানার ওসি মো. মাহবুব মোর্শেদ খান জানান, মামলা করার পর অভিযুক্ত রিপনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রতিনিধি/এমআর