images

সারাদেশ

আজীবন মানুষের জন্য লড়াই করেছেন খালেদা জিয়া: বাপ্পী

জেলা প্রতিনিধি

১৫ জানুয়ারি ২০২৬, ১০:৫৪ পিএম

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের আপামর জনসাধারণের কাছে অত্যন্ত আস্থাশীল নেত্রী হিসেবে ছিলেন। তাঁর জন্য শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে দোয়া করছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। তিনি দেশকে ভালোবাসতেন বলেই শেষ পর্যন্ত দেশেই মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার(১৫ ফেব্রুয়ারি) বিকেলে দক্ষিণ বেদকাশি ইউনিয়ন বিএনপি সহ অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া চেয়েছিলেন বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটুক। তিনি চেয়েছিলেন মানুষ যেন ডাল-ভাত খেয়ে শান্তিতে বসবাস করতে পারে, বেকার যুবক-যুবতীরা যেন কর্মসংস্থান পায়, সাধারণ মানুষ যেন স্বাস্থ্যসেবা পায় এবং কৃষকরা যেন ন্যায্য অধিকার পায়।

দক্ষিণ বেদকাশি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ওসমান গনি খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন কয়রা উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব ও কয়রা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. নূরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এম এ হাসান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিএম মাওলা বক্স, জেলা জাসাস সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও যুবদলের আহ্বায়ক শরিফুল আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ, কপোতাক্ষ কলেজের আহ্বায়ক মামুন হোসেন, মাকসুদ আলম প্রমুখ।

প্রতিনিধি/ এজে