জেলা প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২৬, ১০:৩৬ পিএম
নীলফামারীর কিশোরগঞ্জে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে র্যাব। র্যাবের একটি যৌথ অভিযানে ঢাকার সাভারের জয়নাবাড়ী এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তাঁদের কিশোরগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন গাড়াগ্রাম জুম্মাপাড়া তেলীপাড়া গ্রামের মৃত ইসমাইলের ছেলে এরশাদ আলী (৪৫) এবং তার ছেলে সজিব (২২)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ ক্যাম্পের অধিনায়কপক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
সংবাদ বিজ্ঞপ্তিতে মামলার এজাহার সূত্রে জানানো হয়, গত ৯ জানুয়ারি দুপুরে কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের জুম্মাপাড়া তেলিপাড়া গ্রামের বাসিন্দা দেলোয়ারা ওরফে দুলালী বেগমকে (৬০) নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয়। পরের দিন এ ঘটনায় নিহতের ভাই হাফিজুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, হত্যাকাণ্ডের পর থেকে গ্রেফতার এড়াতে আসামিরা কৌশলে আত্মগোপন করেছিলেন। তাদের গ্রেফতারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। পরবর্তীতে বুধবার সন্ধ্যায় র্যাব-১৩ (নীলফামারী) এবং র্যাব-৪ (সাভার) ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ঢাকার সাভার থানাধীন জয়নাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, বৃদ্ধাকে গলা কেটে হত্যা মামলার প্রধান সন্দেহভাজন ওই বাবা-ছেলেকে বৃহস্পতিবার থানায় আনা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে তাদের জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রতিনিধি/একেবি